Breaking News
Home / তথ্য ও প্রযুক্তি / গুগল ম্যাপে বান্দরবানের পাহাড়ে আল্লাহ্‌ লেখা!

গুগল ম্যাপে বান্দরবানের পাহাড়ে আল্লাহ্‌ লেখা!

গুগল ম্যাপে বান্দরবানের পাহাড়ে দেখা যাচ্ছে আল্লাহ্‌ লেখা! গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউতে দেখলে দেখা যাচ্ছে বান্দরবান জেলায় অবস্থিত প্রাকৃতিক জলপ্রপাত নাফাকুম থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গায় আল্লাহ্‌ আদলে লেখা।

একটু জুম ইন করলে দেখা যায় ছোট ছোট পাহাড়ের খাঁজের মাধ্যমে সৃষ্ট সাদা অংশটিই আল্লাহ্‌ লেখার আদলে ভেসে উঠেছে।

ইতিমধ্যেই এই ছবিগুলো জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তবে জায়গাটি কি মানুষের হাতে তৈরি নাকি প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে তা নিশ্চিত করা যায় নি।

About Muktopata

Check Also

শক্তি বাড়িয়ে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

প্রবল আকার ধারণ করেছে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এমন অবস্থায় দেশের সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর …