Breaking News
Home / ইসলাম / বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ

প্রতি বছরের ন্যায় এবারও জর্দান ভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) কর্তৃক ​প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমদের ২০২১ সালের তালিকা।

এই তালিকায় উইঘুরের নির্যাতিত মুসলিমদের পক্ষে লড়াই করে যাওয়া চীনের সেন্ট্রাল মিনজু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ইলহাম তোহতি “ম্যান অব দ্য ইয়ার” ও ৮২ বছর বয়সী ভারতীয় প্রবীণ নারী বিলকিস বানু “ওমেন অব দ্য ইয়ার” হিসেবে বিবেচিত হয়েছেন।

তালিকার প্রথম অবস্থানে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। ২. সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।

৩. ইরানের সর্বোচ্চ শিয়া নেতা আয়াতুল্লাহ খামেনি। ৪. জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ ইবনে আলী-হুসেইন। ৫. পাকিস্তানের সাবেক বিচারপতি মুফতি তাকি উসমানী

৬. মরক্কোর বর্তমান বাদশা ষষ্ঠ মুহাম্মদ ৭. আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ৮. বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকী শিয়াদের অন্যতম প্রবক্তা আয়াতুল্লাহ আল-উজমা সৈয়দ আলী আল-হোসাইনী আস-সিস্তানী।

৯. ইয়েমেনি সুন্নি সুফি ইসলামি পণ্ডিত, শিক্ষক, দার আল-মুস্তাফা শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা এবং ডিন শায়েখ আল হাবীব উমার বিন হাফিজ। ১০. সৌদির প্রভাবশালী কারাবন্দী আলেম শায়েখ সালমান আল আওদা

১১. উপসাগরীয় দেশ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল ছানী ১২. ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো ১৩. মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান মুফতী আহমাদ আল-তায়িব।

১৪. সৌদি আরবের কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক আব্দাল্লাহ বিন মাহফুদ ইবনে বাইয়্যাহ ১৫. পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এই তালিকায় শীর্ষ ৫০ জনের মধ্যে ২৭ তম স্থানে রয়েছেন মাওলানা মাহমুদ মাদানি, ৩১তম স্থানে ড. ইউসুফ আল-কারযাভী, ৩৪তম স্থানে শায়েখ মাহমূদ আফেন্দী, এবং ৩৫তম স্থানে রয়েছেন মাও. তারিক জামিল।

সূত্র: দ্যা মুসলিম ফাইভ হান্ড্রেড।

About Muktopata

Check Also

তাহাজ্জুত নামাজের পর হাফেজ নাইমুল ইসলাম ইন্তেকাল

হাফেজ নাইমুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষার্থী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোরে …