Breaking News
Home / অন্যান্য / মাছের মাথায় পায়রার মুখ, যা নিয়ে চলছে তুলকালাম- রইল ভিডিও

মাছের মাথায় পায়রার মুখ, যা নিয়ে চলছে তুলকালাম- রইল ভিডিও

চীনের এক সৌখিন মৎস্য শিকারির হাতে ধরা পড়েছে এমন একটি মাছ, যার মাথা দেখতে ঠিক পায়রার মতো। সঙ্গে সঙ্গেই প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ছবি তুলে, কেউ কেউ ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ৫ জুন দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুইঝৌ প্রদেশের গুইয়াং শহরে এই মাছ শিকারের ঘটনা ঘটেছে।

ধারণা করা হচ্ছে এটি রুই প্রজাতির এবং স্বচ্ছ পানির মাছ। সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়। সৌভাগ্যক্রমে যিনি মাছটি ধরেছিলেন, তিনি এটিকে কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন।

সম্প্রতি চীনে খুঁজে পাওয়া অস্বাভাবিক প্রাণিগুলোর মধ্যে এটি একটি।

এর আগে গত মাসে চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। সেগুলোর একটি ছিল র‌্যাটফিস, যার বৃহদাকৃতির কান এবং চোখ আছে। যদিও তারা অন্ধ। এই ধরনের প্রাণি এর আগে দেখা যায়নি।

মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

আরো পড়ুন :

পৃথিবীর ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে অন্যতম পাইথন ও কোবরা। পাইথন নিজের বিশাল শরীর দিয়ে পেঁচিয়ে ধরে শত্রুকে।

তার পর আস্ত গিলে খেয়ে নেয়। আর কোবরার বিষাক্ত ছোবলই কারও প্রাণ কেড়ে নেয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই দুই সাপ যখন নিজেদের মুখোমুখি হয়, তখন সেই লড়াই হয় বিধ্বংসী।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি একটি ভিডিও দেখা যাচ্ছে, প্রায় ১২ ফুটের একটি কোবরা আস্ত এক পাইথনকে গিলে খেয়েছে।

শুধু পাইথনের লেজের অংশ বেরিয়ে রয়েছে কোবরার মুখের বাইরে। দুই সাপের এমন কাণ্ড অবাক করেছে নেটিজেনদের।

ঘটনাটি ঘটেছে ফিলিপাইনের মিনদানাও দ্বীপে। কোবরার পাইথন গিলে খাওয়ার এই ঘটনা দেখে রীতিমতো বিস্মিত স্থানীয়রা। গ্রামের এক বাসিন্দা বলেন, ‘আমাদের এই এলাকায় প্রচুর সাপ রয়েছে।

কোবরার কামড়ে এখানে অনেক মানুষের প্রাণহানিও ঘটে, কিন্তু আমরা এই প্রথম দেখলাম কোনো কোবরা আস্ত একটা পাইথনকে গিলে খেলো।’

পাইথন খেকো ওই বিষধর কোবরাকে দেখার পর গ্রামবাসীরা তাকে পিটিয়ে মেরে ফেলেছে। মারার পর কোবরার পেট থেকে আস্ত পাইথনটিকে পাওয়া যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার ভাইরাল হওয়া ভিডিওটি নিচে দেয়া হলো।

About Muktopata

Check Also

বউ সাজাতে দেরি হওয়ায় শ্বশুর বাড়িতে ব্যাপক সংঘর্ষ, আহত ১২

বউ সাজাতে দেরি হওয়ায় শ্বশুর বাড়িতে ব্যাপক সংঘর্ষ, আহত ১২ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজে’লার বড়বাইশদিয়া ইউনিয়নের …