Breaking News
Home / জাতীয় / জুমার নামা’জে সিজদায় গিয়ে মা’রা গেলেন মাওলানা

জুমার নামা’জে সিজদায় গিয়ে মা’রা গেলেন মাওলানা

জুমার নামা’জে সিজদায় গিয়ে মা’রা গেলেন মাওলানাবিগঞ্জের বাহুবলে জুমার নামাজের সময় মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামের এক মুস’ল্লির মৃ’ত্যু হয়েছে।

আজ শুক্রবার উপজেলার দাড়াগাঁও রেল স্টেশন জামে মস’জিদে এ ঘটনা ঘটে।

জানা যায়, ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার পুত্র।

তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী।এ ব্যাপারে বড়গাঁও গ্রামের শিক্ষক নুরুল হক বলেন,

কাবলার জুমার এক রাকাত না’মাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সিজদা দেয়ার সময় তিনি মৃ’ত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই মুস’ল্লি স্ট্রো’ক করে মা’রা গেছেন।জানা যায়, ফয়জুর রহমান বড়গাঁও গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি রশিদপুর বাজারের একজন ব্যবসায়ী।

এ ব্যাপারে বড়গাঁও গ্রামের শিক্ষক নুরুল হক বলেন, কাবলার জুমার এক রাকাত না’মাজ শেষ করে দ্বিতীয় রাকাতের সিজদা দেয়ার সময় তিনি মৃ’ত্যুর কোলে ঢলে পড়েন।

এ সময় তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই মুস’ল্লি স্ট্রো’ক করে মা’রা গেছেন।

About Muktopata

Check Also

কোরবানির হাট বন্ধ করতে যাওয়ায় ম্যাজিস্ট্রেটের উপর হা’মলা!

করো’নাভাই’রাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জন মা’রা গেছেন। সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর …