Breaking News
Home / জাতীয় / মডেল মসজিদে: জামায়াত-হেফাজতীদের চাকরি না দেয়ার দাবি

মডেল মসজিদে: জামায়াত-হেফাজতীদের চাকরি না দেয়ার দাবি

মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

এর মধ্যে প্রথম দফায় ৫০টির উদ্বোধন করা হয় গতকাল বৃহস্পতিবার। সরকার প্রধান শেখ হাসিনা

ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে এগুলো উদ্বোধন করেন এসব মসজিদে জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের লোকজন যেন চাকরি না পায়, সেটা নিশ্চিত করার দাবি এসেছে।

আজ শুক্রবার ক্ষমতাসীন আওয়ামী লীগের অংশ হিসেবে পরিচিত ওলামা লীগের

একাংশের নেতারা এ দাবি জানান। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করে তারা বলেছেন, জামায়াত-হেফাজতের নেতারা আওয়ামী লীগকে ইসলামবিদ্বেষী ও কাফের বলে গালি দেয়। তারা যেন মডেল মসজিদে চাকরি না পায়,

সরকারকে সেটি খেয়াল রাখতে হবে। এসব মডেল মসজিদ নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হসিনা খাঁটি বাঙালি মুসলমানের পরিচয় দিয়েছেন।

ইসলামের খেদমতে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে, বলেন বক্তারা। ওলামা লীগের নেতারা আরো

বলেন, জাতির পিতার হাতে গড়া ইসলামিক ফাউন্ডেশনে জামায়াত-শিবির ও হেফাজতের লোকজন ঘাপটি মেরে আছে।

এখান থেকে এই চক্রটিকে তাড়াতে হবে। সরকারবিরোধী আন্দোলনে ইন্ধন দেয়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের

চাকরিচ্যুত করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির কার্যকরী সভাপতি (একাংশ) আবদুস সাত্তার।

অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক কাজী আবুল হাসান শেখ, আবদুল জলিল, আলমগীর হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

About Muktopata

Check Also

রাতের আঁধারে অভুক্ত প্রতিবন্ধী নারীর বাড়িতে খাদ্য নিয়ে হাজির ইউএনও

শুনেছেন আমি আপনাদের ইউএনও। আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনাকে আর কষ্টে থাকতে হবে না। …