Breaking News
Home / ইসলাম / পরিচয় মিলছে লোকটির ! যিনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে নেট জগতে ভাইরাল।

পরিচয় মিলছে লোকটির ! যিনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে নেট জগতে ভাইরাল।

প্রথম পাতা ইবাংলাদেশ
পরিচয় মিলছে লোকটির ! যিনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে নেট জগতে ভাইরাল।

অনলাইন নিউজ ডেস্ক
জুন ১০, ২০২১ এই পোস্টটি পড়া যাবে 1মিনিটে
মধুর-সুরে-কোরআন-তেলাওয়াত

সম্প্রতি সময় নেট জগতে ভাইরাল হওয়া কোরআন তেলাওয়াতকারীর পরিচয় মিলছে । তিন বাংলাদেশে নারায়নগঞ্জ জেলার বাসিন্দা ।

তার পরিচয় শনাক্ত করে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ও সংগঠক মশিউর রহমান ফেসবুকে জানান, কোরআন তেলাওয়াতকারীর বাড়ী নারায়নগঞ্জে।

তিনি তার ফেইসবুক পোস্টে লিখেন, প্রাণ জুড়ানো কুরআন তেলোয়াত করেন যিনি, সকলে যাকে পাগল বলে।

এক বড় ভাই তাকে চিকিৎসা করানোর দায়িত্ব নিতে চেয়ে আমাদের রাশেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে ছাত্র অধিকার পরিষদে ও যুব অধিকার পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা লোকটির বাড়িতে খোঁজ খবর নিতে যায়।

ইনশাআল্লাহ, চিকিৎসা এবং পারিবারিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে বড় ভাইয়ের সহযোগিতায় আমরা তার পাশে থাকবো।

অনেকে ইতোমধ্যে লোকটির চিকিৎসার জন্য এগিয়ে এসেছেন।

সকলকে অসংখ্য ধন্যবাদ।
সুস্থ হয়ে লোকটির কুরআনের তেলওয়াতের মধুর সুরে আলোকিত হোক সমাজ।

আরোও পড়ুন :

ভাইরাল হওয়া সেই কুরআন তিলাওয়াতকারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছে ছাত্র ও যুব অধিকার পরিষদ

প্রাণ জুড়ানো কুরআন তিলাওয়াত করে ভাইরাল হওয়া সেই মানসিক ভারসাম্যহীন লোকটির চিকিৎসা করানোর দায়িত্ব নিতে চেয়েছে ছাত্র অধিকার পরিষদে ও যুব অধিকার পরিষদ,

নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা। এছাড়া অনেক ব্যক্তি ও সংগঠন তার পরিবারের পাশে এগিয়ে এসেছেন। সাক্ষাৎকারে জানা গিয়েছে উনার নাম সিরাজ মিয়া। বাড়ি কিশোরগঞ্জ-

About Muktopata

Check Also

তাহাজ্জুত নামাজের পর হাফেজ নাইমুল ইসলাম ইন্তেকাল

হাফেজ নাইমুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষার্থী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বুধবার ভোরে …