Breaking News
Home / বিবিধ / ঘূর্ণিঝড় ইয়াসে ভাঙলো শিমুলিয়াঘাটের পল্টুন

ঘূর্ণিঝড় ইয়াসে ভাঙলো শিমুলিয়াঘাটের পল্টুন

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মায় ঢেউয়ের তোড়ে ভেঙে গেছে শিমুলিয়া ২নং ফেরিঘাটের পল্টুন।

বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে৷ তবে এসময় পল্টুনে কোন যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে ঝড়ের কারণে নদী উত্তাল থাকায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এতে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ছোট-বড় মিলিয়ে প্রায় ৫ শতাধিক যানবাহন ও কয়েক হাজার যাত্রী।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা আলী আহমেদ জানান, সকাল ১১টার দিকে প্রবল ঢেউয়ে ২নং পল্টুনটি দুইভাগে বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঘাটের পাশেই অংশগুলোকে নোঙর করে রাখা হয়েছে। সে ঘাটে থাকা ফেরি নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের উপ মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে

নদীর উত্তাল থাকায় সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছেন তারা। এর আগে গতকাল মঙ্গলবার থেকে নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

About Muktopata

Check Also

জামাইকে গাছে বেঁধে নির্যাতন, শাশুড়ি আটক

ঠাকুরগাঁওয়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ায় জামাইকে বাড়ির পাশে একটি গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়িকে …