Breaking News
Home / আবহাওয়া / ঘূ’.র্ণিঝড় ইয়াসের দা’.পটে উড়িষ্যায় নি’.হত ১ (ভিডিও)!

ঘূ’.র্ণিঝড় ইয়াসের দা’.পটে উড়িষ্যায় নি’.হত ১ (ভিডিও)!

অতি শ’.ক্তিশালী ঘূ’.র্ণিঝড় ‘ইয়াস’ ভারতের উড়িষ্যায় আ’.ঘাত হে’নেছে। ইয়াসের দা’.পটে এখন পর্যন্ত একজনের মৃ’.ত্যুর খবর নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমস।

বুধবার সকালে রাজ্যের বালেশ্বরের কাছে ধামরায় ঘণ্টায় ১৫৫ কি.মি বেগে আ’.ছড়ে পড়তে শুরু করেছে অতি প্র’.বল এ ঘূ’.র্ণিঝড়।

টানা তিন ঘণ্টা এর তা’.ণ্ডব চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।ভারতের আবহাওয়া অধিদপ্তর স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে,

উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই মুহূর্তে ঘূ’.র্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার। আগামী ৩ ঘণ্টা ধরে এই প্রক্রিয়া চলবে।

এই মুহূর্তে ধামরা থেকে ৪৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্ব, দিঘা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পশ্চিম ও বালেশ্বর থেকে

৫০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস-এর চোখ।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়িষ্যার বালেশ্বরের কাছে ধামরায় আ’.ছড়ে পড়তে শুরু করেছে

ঘূ’.র্ণিঝড় ইয়াস। ঝ’.ড়ের বে’গ ঘণ্টায় ১৩০-১৪০ কি.মি। সর্বোচ্চ বে’গ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।

About Muktopata