Breaking News
Home / বিনোদন ও লাইফ স্টাইল / বাড়ির ছাঁদে নববধূর সাজে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

বাড়ির ছাঁদে নববধূর সাজে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়

ইন্টারনেটের যুগে সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় এবং ভাইরাল শব্দটি সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে মানুষের বিনোদন থেকে ট্যালেন্ট হাট সব কিছু ঠিকানা এক হয়ে গিয়েছে।

টিভিতে খবর,সিনেমা দেখাহোক বা কোনো রিয়েলিটি শো এর নাচ গান প্রত্যেক ক্ষেত্রেই নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করতে হয়।

কিন্তু সোশ্যাল মিডিয়া আসার ফলে নিজের অবসর সময় মতো নিজের পছন্দের জিনিস দেখে নেওয়া‌ যায়।

আর তাইতো প্রতিমুহূর্তে নাচ গানের ভিডিও ভাইরাল হয়ে চলে, একই গানে অসংখ্য নাচ তারপরেও বোর হননা কেউ।

আবার সোশ্যাল মিডিয়াতে মনোরঞ্জন যেমন হচ্ছে তেমনি প্রচুর অজানা প্রতিভা নিজেদের প্রতিভা সর্বসমক্ষে তুলে ধরতে পারছেন।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি যুবতী নববধূর সাজে বলিউডি গানে পারফর্ম করছেন।

লুট গায়ে হাম তো পেহেলি মোলাকাত মে গানটি বেশ জনপ্রিয় এখন আর এবার এই গানে তাল মেলালেন এই যুবতীটি।

ভিডিওটিতে তিনি নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করেছেন।

আর সেখান থেকে জানা গেছে তার নাম সঞ্চিতা বসু এর আগেও এরকম অনেক ভিডিও তিনি শেয়ার করেছেন।

বর্তমানে তার অনেক ভক্ত সংখ্যা‌। আর এই নাচের ভিডিওটিও দর্শকদের মন জয় করে নিয়েছে‌।

নাচের সাথে সাথে অভিনয় পারফেক্ট স্টেপস এ মুগ্ধ হয়েছেন সবাই।

প্রচুর মানুষগুলি এটি পছন্দ করেছেন আর তাই এই নাচের ভিডিও এখন ভাইরাল ভিডিওর তালিকায়।

About Muktopata

Check Also

শহরে আসছে নতুন দৈ’ত্’য, নাম হিরো আলম !

হিরো আলম মানে আলোচনা-স’মা’লোচনা। এসবকে তো’য়া’ক্কা না করেই তিনি এগিয়ে চলছেন নিজের মতো করে। কোথায় …