Breaking News
Home / জাতীয় / লক্ষ্মীপুরে মসজিদে তালা দেয়ার প্রতিবাদে মানবন্ধন, পুলিশের বাধা

লক্ষ্মীপুরে মসজিদে তালা দেয়ার প্রতিবাদে মানবন্ধন, পুলিশের বাধা

জমি নিয়ে বি’রোধে লক্ষ্মীপুরে সানকীভাঙ্গা সওদাগর বাড়ি জামে মসজিদে তালা দিয়েছে ফজলুর রহমান পাপ্পু নামে এক ব্যক্তি।

এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করতে গেলে বাধা দেয় পুলিশ। গতকাল জুমার

পর সদর উপজেলার সানকীভাঙ্গা এলাকার মসজিদের সামনে এ বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় মুসল্লিরা।

এ সময় পুলিশ বাধা দিলে মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এ সময় বক্তব্য রাখেন মসজিদ

কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. সহিদ মাস্টার, সহ-সভাপতি গোলাম কিবরিয়া সিহাব, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোক্তাদাসহ স্থানীয় মুসল্লিরা।

বক্তরা বলেন, স্থানীয় একটি জমির বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে দেলোয়ারের ছেলে ফজলুর রহমান পাপ্পু মসজিদে তালা লাগিয়ে দেয়।

এর বিচার চেয়ে মুসল্লিরা ফুঁসে উঠলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান তালা ভেঙে মসজিদ উন্মুক্ত করে দেন।

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মোক্তাদা জানান, বিক্ষুব্ধ মুসলিল্লরা মানববন্ধন করতে গেলে পুলিশের বাধার মুখে করতে না পেরে বিক্ষোভ করেন।

এদিকে ঘটনার পর থেকে ফজলুর রহমান পাপ্পু পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। মুঠোফোনটিও পাওয়া যায় বন্ধ।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি ছেলে মসজিদে তালা দিয়েছে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান গিয়ে তালা ভে’ঙে মসজিদ উন্মুক্ত করে দেয়।

About Muktopata

Check Also

রাতের আঁধারে অভুক্ত প্রতিবন্ধী নারীর বাড়িতে খাদ্য নিয়ে হাজির ইউএনও

শুনেছেন আমি আপনাদের ইউএনও। আপনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনাকে আর কষ্টে থাকতে হবে না। …