Breaking News
Home / জাতীয় / কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেস আসে আরো একটি মৃত তিমি

কক্সবাজার সৈকতের হিমছড়ি পয়েন্টে ভেস আসে আরো একটি মৃত তিমি

কক্সবাজার সৈকতে আজ আরো একটি ম’রা তিমি ভেসে এসেছে।

এটি ও গতকাল ভেসে উঠা স্থানের আরো একটু দক্ষিণ দিকে হিমছড়ি পুলিশ ফাঁড়ির কাছে।

এটিও গত কালকের ভেসে আসা তিমির মত প্রায় একই সাইজের।

একইভাবে এই তিমিও মৃত এবং প’চ’ন ধরেছে।  তিমিটির বিভিন্ন অংশে দেখা গেছে ক্ষ’ত এবং উ’দ্ভট দু’র্গন্ধ ছড়াচ্ছে।

সাগরে এভাবে একের পর এক মৃ’ত তিমি ভেসে আসার বিষয়টি পরিবেশবিদদের মাঝে নানা ধরণের প্রশ্ন দেখা দিয়েছে।

 

About Muktopata

Check Also

১৮ বছর পর কার্যকর হচ্ছে দুই ধ’র্ষ”কের ফাঁ”সি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দুই বান্ধবীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অবশেষে ফাঁসি কার্যকর হতে …